চোখের মনি শেভ করে ঘোলা দৃষ্টি পরিষ্কার করেন চীনের এই নাপিত!
একজন নাপিত তিনি। কিন্তু যাদের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে, তাদের চোখের জ্যোতি দিব্যি আগের মতো করে দিতে পারেন! একাজে ছানির অপারেশন বা ওষুধ দেন না।
শুনলে গা শিউরে উঠবে, তিনি দাড়ি-গোঁফের মতো চোখের মনি শেভ করেন!
চীনের এই নরসুন্দর স্বাভাবিকভাবেই খবরের শিরোনাম হবেন। জিওং গাওউ কিন্তু এই কাজ নতুন করছেন না। তিনি ৪০ বছর ধরে তার দোকানে আসা ক্রেতাদের চুল-দাড়ি কাটার পাশাপাশি চোখের কাজটিও করে দেন। অবশ্য যাদের চোখের দৃষ্টিশক্তি কমে এসেছে বা ঝাপসা দেখেন, তাদের চোখের মনি সাফ করে দেন রেজরের ব্লেড দিয়ে! অনেকেরই বিশ্বাস, এটা বেশ কাজের। অনেকের ঝাপসা দৃষ্টি নাকি বেশ পরিষ্কারও হয়েছে।
মারাত্মক ঝুঁকিপূর্ণ এক পদ্ধতি। একটু এদিক সেদিক হলেই চোখের সর্বনাশ। তবুও ৬২ বছর বয়সী এই মানুষটির হাত কখনও পিছলে যায়নি।
মাত্র ৫ মিনিট লাগে এই চিকিৎসা।
জিওং প্রথমে চোখের দুই পাতা টেনে ধরেন যেন অক্ষিগোলক স্পষ্টভাবে দেখা যায়। চোখের মনিসহ সাদা অংশটি স্পষ্ট হলে তখন একটি রেজর ব্লেড নিয়ে নিজের কাজ শুরু করেন।
তবে এখন পর্যন্ত তিনি ৩০ বছরের কম বয়সীদের এই চিকিৎসা দেননি। কারণ, এর চেয়ে কম বয়সীদের চোখের এত ময়লা জমে না।
সূত্র : এমিরেটস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন