চোখ দিয়ে যার তুলা ঝরে
মানুষ কাঁদলে চোখ দিয়ে পানি ঝরবে এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের বালিকা মানসী যখন কাঁদে তখন তার চোখ দিয়ে পানির বদলে ছোট ছোট তুলা দানার মতো ঝরে পড়ে।
গত আগস্ট মাসের ২৫ তারিখ থেকে তার চোখ দিয়ে এমনভাবে তুলা ঝরছে। দিনে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি তুলার দানা তার চোখ দিয়ে পড়ে।
অদ্ভুত এই ঘটনায় ভীত হয়ে পড়েছেন মানসীর গ্রামের লোকেরা। সকলে মনে করছে ভয়ংকর কোনো ভূতের কারণে এমন ঘটছে। গ্রামবাসীর সাথে তাল মিলিয়ে মানসীর বাবা-মা মনে করছেন, এটা তাদের মেয়ের প্রতি কোনো দেবীর অভিশাপ। ফলে তারা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে আশ্রয় নিয়েছেন ঝাড়-ফুঁকের।
তবে মানসীর বাবা-মা কিংবা গ্রামের লোক যখন এসব নিয়ে ব্যস্ত তখন মধ্যপ্রদেশের জাবালপুর মেডিক্যাল কলেজের ডীন ও অফথামোলোজিস্ট নবনীত সাক্সেনা বলছেন ভিন্ন কথা। তার মতে, অ্যালার্জির সমস্যার কারণে এমন হয়ে থাকে।
জাবালপুর মেডিক্যাল কলেজের আরেক অধ্যাপক পাওয়ান সেতাক জানান, চোখে যখন তীব্র অ্যালার্জির প্রদাহ হয় তখন এমন হতে পারে। এছাড়া তিনি ভিটামিন ডি’র ঘাটতিকেও এই সমস্যার জন্য দায়ী করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন