চোট পেয়ে মাহমুদউল্লাহ হাসপাতালে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/photo-1500808288.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অনুশীলনের সময় হঠাৎ চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং চলছিল। সেখানেই জিমে অনুশীলন করতে গিয়ে আজ রোববার দুপুরের দিকে কোমরে চোট পান রিয়াদ।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, চোট পাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত মাহমুদউল্লাহকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে তাঁর শারীরিক অবস্থা।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এবারের সফরে ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা দলটির। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।
এ উপলক্ষেই ফিটনেস ট্রেনিংসহ বিভিন্ন প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের সদস্যরা।
এর আগে গত ১৪ জুলাই পায়ের গোড়ালিতে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চোট গুরুতর না হওয়ায় দ্রুত সেরে উঠছেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন