চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে উয়েফাকে তদন্তের অনুরোধ যুক্তরাজ্যের
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে উয়েফাকে তদন্তের অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী বলেছেন, যেসব কারণে ফাইনালে বিলম্ব হয়েছে তা উদ্বেগজনক।
ফাইনালে স্টেডিয়ামের বাইরে লিভারপুল ভক্তদের টিয়ার গ্যাস ও পিপার স্প্রে করায় ফরাসি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। শনিবার ফরাসি স্টেডিয়ামে ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়।
এতে ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ।
যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী নাদিন ডোরিস বলেছেন, সেদিন আসলে কী ঘটেছিল সবাই তা জানতে চায়।
এদিকে, ইউরোপ ফুটবলের গভর্নিং বডি উয়েফা জানিয়েছে, তারা বিষয়গুলো নিয়ে খুব দ্রুত পর্যালোচনা করবে।
ফরাসি ক্রীড়া মন্ত্রণালয় উয়েফা, ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন, পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ডেকেছে।
তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় ব্রিটিশ সমর্থকদেরও দোষ দিয়েছেন। তিনি বলেছেন, হাজার হাজার সমর্থক টিকেট ছাড়া এসেছিল এবং জোর করে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিল।
সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন