ছক্কা মেরেই মৃত্যুর কোলে ক্রিকেটার, দেখুন ভিডিও

ক্রিজের মধ্যে এক পা এগিয়ে গিয়ে ছক্কা হাঁকালেন ব্যাটার। তার পরেই লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু হলো যুবকের।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঠাণের মিরা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

খবর আনন্দবাজারের।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি রঙের জার্সি পরা এক যুবক ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। বোলারের ছোড়া বলে স্টেপ আউট করে ব্যাট চালাল তিনি। বোলারের মাথার ওপর দিয়ে বল গিয়ে পড়ে বাউন্ডারি পেরিয়ে।

দর্শকদের মধ্যে হাততালির বন্যা বয়ে যায়। কিন্তু পরের বল খেলার আগেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাটার। বাকি খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই ক্রিকেটারের পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন