ছাগল খেতে এসে ধরা পড়ল বিশাল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাগল খেতে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। বুধবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের পাশে লিচুবাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাড়ি এলাকায় একটি ছাগলের চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে বিশাল আকারের একটি অজগর সাপ দেখতে পান। অজগরটি ছাগলটিকে খাওয়ার জন্য পেঁচিয়ে ধরেছিল। এ সময় তারা অজগরটিকে তাড়া করলে ছাগল ছেড়ে পাশের ঝোপে চলে যায়। পরে এলাকাবাসী বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা অজগরটিকে উদ্ধার করে। ১২ কেজি ওজনের ছাগল খেতে এসে ধরা পড়া অজগরটি লম্বায় প্রায় ১২ ফুট এবং ২০ কেজি ওজনের।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, প্রাথমিকভাবে সেবা দিয়ে অজগরটিকে লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেয়া হবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবার সংকটের কারণে প্রায়ই লোকালয়ে এসে ধরা পড়ছে বিভিন্ন বন্য প্রাণী। কিছুদিন আগেও একই এলাকা থেকে ছাগল খেতে গিয়ে ধরা পড়ে বিশাল একটি অজগর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন