ছাত্রদলের কলেজ শাখার সভাপতি পদ বাতিলের দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল

নেত্রকোনার মদনে “সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ” শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে অবাঞ্চিত ঘোষণা করে পদ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিলটি সোমবার (১১ই আগস্ট) দুপুরে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল করেন পদ বঞ্চিতদরে একাংশ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলেজ শাখার কর্মী আকাশ, জাপান, সামি, হালিম, জনি, রকি, আশরিফ, সাকিব, সাকিল, তামিম, জোনাইদ, আকিব, মোস্তাকিম ও কলেজ শাখা ছাত্রদল।
মদন সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে আওয়ামী পরিবারের সদস্যকে সভাপতি করায়, কলেজ শাখার এই কমিটিকে দ্রুত বাতিল করে অল্প সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়ার জন্য নেত্রকোনা জেলা শাখার ছাত্রদলের প্রতি অনুরোধ জানায় বিক্ষোভকারী ছাত্রদল কর্মীরা।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, মিঠু ছাত্রদলের কর্মী হলেও সে আওয়ামী পরিবারের সন্তান হওয়ায়, কলেজ ছাত্রদল কর্মীরা তাকে সভাপতি হিসেবে মেনে নিচ্ছে না। তাই সভাপতি পদটি স্থগিতের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন