ছাত্র অবস্থায়ই ২২ বছরের সিদ্ধার্থ চাকরি পেলেন ৭১ লাখ টাকা বেতনের!
বছরে প্রায় ৭১ লাখ টাকা আয় করার সুযোগ পেল দিল্লি তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২বছরের ছাত্র। যুক্তরাষ্ট্রের একটি ক্যাব সংযোগকারি উবের সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র সিদ্ধার্থ।
তার বছরে আয় ১,১০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭১ লক্ষ টাকা। বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সিদ্ধার্থ এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র যিনি আর্ন্তজাতিক ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকার চাকরির প্রস্তাব পেয়েছেন। ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে চেতন কক্কর নামের এক ছাত্র বছরে ১.২৫ কোটি টাকার চাকরির প্রস্তাব পেয়েছিল গুগল থেকে।
সিদ্ধার্থ বলেন, আমি আমার প্রযুক্তিগত দক্ষতা দেখাতে চাই। আমার ধারণা এখানে কাজ করার পর আমার চিন্তাভাবনা আরও প্রসারিত হবে যা ভবিষ্যতে কাজে লাগবে।’
সিদ্ধার্থের এই সাফল্যে স্বভাবিকভাবেই খুশি তার অভিভাবক। তার বাবা ও মা দুজনেই চাকুরিজীবী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন