ছিনতাই ও হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী

কোচিং থেকে বাসায় ফেরার সময় ছিনতাই এবং পরবর্তীতে হামলার শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তাফহিমুল আদিব। নোয়াখালী পৌরসভার ৩ং ওয়ার্ডের বাসিন্দা মাদকসেবনকারী মো:রিয়াজ এই ছিনতাই ও হামলা করেন।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ২ ঘটিকায় সিরাজ মিয়ার বিল্ডিং এর সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী তাফহিমুল আদিব সুধারাম মডেল থানায় অভিযোগ করেন।অভিযোগে ভুক্তভোগী বলেন-একাডেমিক কেয়ার হতে সোনাপুর বাসায় ফেরার পথে আসামী আমাকে ডেকে মাদক সেবনের জন্য টাকা চায়। আমি আসামীকে টাকা দিতে অস্বীকার করলে, আসামী আমাকে এলোপাথাড়ি মারধর শুরু করে এবং তার সাথে থাকা ধারালো অস্ত্র প্রদর্শন করে আমার পকেটে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও বিকাশ হতে মোট তিন ধাপে ছয় হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায়।

আমার সাথে থাকা সকল টাকা উত্তোলন করে নিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ছিনতাইকারী। পরক্ষণে আমার পরিচিত বড় ভাইকে নিয়ে আসামীর সাথে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে আসামী সাক্ষীদেরকেও এলোপাথাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক নীলা, ফুলা ও বেদনাদায়ক জখম করে। উল্লেখ্য যে, আসামী আমি ও সাক্ষীদেরকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান বলেন-আমি সুধারাম থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি,উনারা ব্যবস্থা নিবেন।এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে আমরা সব রকম সহযোগীতা করবো।

এই বিষয়ে সুধারাম মডেল থানার ওসি কামরুল বলেন-আমি অভিযোগটা পেয়েছি। অভিযোগটির বিষয়ে আমাদের একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।