ছিনতাই, দখলদারিত্বে যুদ্ধ ঘোষণা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব যারা করবে, তাদের বিরূদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী ডোমার উপজেলা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যেখানে চাঁদাবাজি, সেখানে যুদ্ধ, যেখানে দখল, সেখানে লড়াই ঘোষণা করবে জামায়াতে ইসলামি।’ বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ বলে শুধু হাত বদল হয়েছে, নতুনরা এসে বলে আমাদেরকে রেট বাড়িয়ে দিন, তারা ১৫ বছর খেয়েছে, আমরা কতদিন খেতে পারব, জানি না।
’ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে বলেন‘পরিকল্পিতভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে।’ এ অবস্থায় দেশে নির্বাচন হলে সেটি নির্বাচনের গণহত্যা (জেনোসাইড) হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ‘এই অবস্থায় ভোট দিলে দেশে হানাহানি, খুন, খুনি বাড়বে।’ স্থানীয় সরকার ভেঙে দেওয়ার ফলে মানুষের জনদুর্ভোগ হচ্ছে জানিয়ে তিনি পরিস্থিতি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ছোট ছোট দলগুলোও ক্ষমতাসীনদের মুখাপেক্ষী হয়ে উঠবে, জামায়াত তা চায় না।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন