ছেলের বাইসাইকেল কিক দেখে বিস্মিত রোনালদো!
বাবা বিশ্বের নাম করা ফুটবলার। ছেলেও যে তেমন হবে আগেই তা জানান দিচ্ছে পর্তুগালের রোনালদো পুত্র জুনিয়র ক্রিশ্চিয়ানো। পর্তুগাল বনাম আলজেরিয়া ম্যাচ শেষে রোনালদোকে নকল করে গোল করে পুত্র জুনিয়র ক্রিশ্চিয়ানো। আর সেই গোল দেখে নিজেই চমকে গিয়েছেন রোনালদো।
বৃহস্পতিবার রাতে আলজিরিয়াকে ৩-০ হারায় ফের্নান্দো স্যান্টোসের দল। যে ম্যাচে রোনালদো গোলের বল বাড়ালেও গোলদাতাদের তালিকায় নাম তুলতে পারেননি। ম্যাচে তার বাইসাইকেল কিক অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। বাতিল হয় গোলও। কিন্তু ম্যাচের শেষে দর্শকদের সেই আক্ষেপ বাবার হয়ে পুষিয়ে দিয়েছে রোনালদোর ছেলে।
ছেলের গোল করার দক্ষতা দেখে চমকে গিয়ে ভ্রু কুচকেছেন রোনালদো। ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে এভাবেই বাইসাইকেল কিকে গোল করেছিলেন রোনালদো। সেই গোলেরই রিপিট দেখল ফুটবলবিশ্ব। সেটাও বিশ্বকাপ উৎসব শুরুর আগে।
ভলিতে এই গোলটি ছাড়াও রোনালদো পুত্রকে আরো দুটি গোল করতে দেখা যায়। সেগুলি আবার সেটপিসে। দুবার টপ কর্নারে বল জড়িয়ে দেন জুনিয়র।
আগামী ১৫ জুন স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনালদোর পর্তুগাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন