ছয় বছর বয়সে প্রথম রোজা রাখি : আবুল হায়াত
জীবনের প্রথম রোজা নিয়ে রয়েছে একেকজনের একেক রকম স্মৃতি। তারকারাও এর ব্যতিক্রম নন। আজ সমাজে যারা প্রতিষ্ঠিত, শোবিজের যারা জনপ্রিয় তাদেরও প্রথম রোজার স্মৃতি নিয়ে অনেক মজার গল্প রয়েছে।
সেই স্মৃতির কথা জানালেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। তিনি বলেন, ‘খুব ছোট বেলায় প্রথম রোজা পালন করেছিলাম। মায়ের কাছে শুনেছি তখন আমার বয়স ছয় বছর। সেই বয়সে প্রথম রোজা রাখি।
এই অভিনেতা বলেন, ‘অনেকেই প্রথম রোজা রাখতে গিয়ে ভেঙে ফেলেন। কিন্তু আমার ক্ষেত্রে এমনটি হয়নি। আমি প্রথম রোজা রাখতে পেরেছিলাম বেশ ভালো লাগা নিয়েই। কষ্ট হয়েছিল।
কিন্তু কষ্ট হলেও শেষ পর্যন্ত রোজা রাখতে পেরেছিলাম।’ তিনি বলেন, ‘এরপর অভ্যাস হয়ে যাওয়ায় রোজা নিয়মিত রাখতাম। এখনও যেমন রাখি। ধর্ম কর্ম জীবনে প্রশান্তি আনে।’
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে আবুল হায়াত একজন বর্ষীয়ান অভিনেতা। নাটক, চলচ্চিত্র ও নির্দেশনা তিন ক্ষেত্রেই তিনি সফল। এই অভিনেতা বর্তমানে ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন