জঙ্গি আস্তানা সন্দেহে কারখানায় অভিযান, জিহাদি বই জব্দ
জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ায় একটি এসির যন্ত্রাংশ আমদানি কারক ও বিক্রির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও সিডি উদ্ধার করেছে র্যাব-১।
শনিবার রাত একটা থেকে রোববার ভোর রাত পর্যন্ত আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়্যার হাউজে অভিযান চালিয়ে ওই জিহাদি বইগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র্যাব।
র্যাবের সিইও লে. কর্নেল সারওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়্যার হাউজে অভিযান চালানো হয়। এ সময় কারখানার ভেতর থেকে জঙ্গিদের বিপুল পরিমাণ জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গত ২২ জুন ওই কারখানার ড্রাইভার জাকির বিপুল পরিমাণ জিহাদি বই অন্যত্র সরিয়ে ফেলেছে। এ অভিযানের সময় কারখানা থেকে কাউকে আটক করা যায়নি।
কারখানাটির মালিক রেজওয়ান হারুন দেশেই আত্মগোপনে রয়েছেন বলেও জানান র্যাবের সিইও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন