‘জঙ্গি সোহেলকে জিজ্ঞাসাবাদ করেনি ভারতীয় গোয়েন্দারা’
জঙ্গিনেতা সোহেল মাহফুজ ওরফে ‘হাতকাটা নাসিরুল্লা’কে ভারতীয় কোনো সংস্থা জিজ্ঞাসাবাদ করেনি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার ডিএমপি হেড কোয়ার্টার্সে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলশানের হলি আর্টিসান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
জঙ্গিনেতা সোহেল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারতীয় শাখার আমির।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের এক সংবাদপত্রের খবরে বলা হয়, সোহেল মাহফুজ বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল আসামি। এর সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা আসছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দা সদস্যরা।তার গ্রেফতারের পরই ঢাকায় আসে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)।
তবে বিষয়টি উড়িয়ে দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ভারতের কোনো দল তাকে জিজ্ঞাসাবাদ করেনি।
এদিকে, এক বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার অভিযোগপত্র দেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিসান মামলার চার্জশিট চূড়ান্ত পর্যায়ে। ফরেনসিক রিপোর্টগুলো পাওয়া গেছে। দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন