জনগণের চোখে এটা নিকৃষ্টতম বাজেট : সংসদে এরশাদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/image-38436.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবের আগেই একে জীবনের শ্রেষ্ঠতম বাজেট বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার এই বক্তব্যের বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এটা জনগণের চোখে নিকৃষ্টতম বাজেট।
ঈদের ছুটির পর বুধবার বাজেট অধিবেশন শুরুর প্রথম দিন প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেয়ার সময় এরশাদ এ কথা বলেন।
গত ১ জুন সংসদে চার লাখ ২৬৭ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর গত প্রায় এক মাস ধরে বাজেটের ওপর আলোচনা-সমালোচনা হয়েছে সংসদে। এসব আলোচনার ওপর ভিত্তি করে বেশ কিছু সংশোধনীসহ বৃহস্পতিবার পাস করে নতুন অর্থবছরের বাজেট। আর ১ জুলাই থেকে কার্যকর হবে এই বাজেট।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তিনি বলেছেন, বেস্ট অব বাজেট, জনগণ বলে ওয়র্স্ট (সর্ব নিকৃষ্ট) অব বাজেট’।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন