জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ সচেতন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু হবে।
বিভিন্ন পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি গণমাধ্যমকে আহ্বান বলেন, যদি কোনো অনিয়মের খবর পাওয়া যায় তা প্রকাশ করুন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার একক ব্যক্তির নামে থাকা সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে ২টিতে কমানোর পরিকল্পনা করছে। নির্বাচনের আগে এটি ৫–৭টিতে নামানোর চেষ্টা করা হবে।
তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতির কারণে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা- এ ধরনের প্রশ্নের সরাসরি কোনা উত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, অনুমতি চাইলে অন্যকেও তা দেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




