জনতা ব্যাংকের অফিসারদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
জনতা ব্যাংকের অফিসারদের উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনার ফুলতলা উপজেলা ও খুলনা’র ৩টি ইউনিয়নের কর্মহীন ও অসহায় ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ও পরামর্শক এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রধান উপদেষ্টা, জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম আজাদ ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
তিনি বলেন, যতদিন এই মহামারী থাকবে ততদিন বিভিন্ন জেলায় জনতা ব্যাংকের পক্ষ হতে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্যবান ব্যাক্তিদেরও এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংকের খুলনার বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংকের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল, ব্যাংকের উপমহাব্যবস্থাপক অরূণ প্রকাশ বিশ্বাস, খুলনার এরিয়া ইনচার্জ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, জনতা ব্যাংক লিমিটেড এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মো:ইদ্রিস আলী গাজী, আমিনুল ইসলাম মঈন, গাজী জগলুল আহমেদ, মানস কুমার ঢালী, রনি ভূইয়া প্রমুথ।
জনতা ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন