জনপ্রিয়তায় রোনালদোর পর শাকিরা, বাংলাদেশে সাকিব

ফেসবুক ফলোয়ারের বিচারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফলোয়ার ১২ কোটির উপরে। দুই নম্বরে জনপ্রিয় পপ স্টার শাকিরা। ফেসবুকে তার ফলোয়ার ১০ কোটির উপরে। জনপ্রিয়তায় তিন নম্বরে আছেন আমেরিকান অভিনেতা ভিন ডিজেল। ফেসবুকে তার ফলোয়ারও ১০ কোটির উপরে। মেসির ফলোয়ার ৯ কোটির কাছাকাছি।

ফেসবুকে ভারতে সবচেয়ে জনপ্রিয় হলেন নরেন্দ্র মোদি।তার ফলোয়ার ৪,২২৮৫,৯৩৪। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা ৩,৫৭,২৫,৭১৯। তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। কোহলির চেয়ে তার ফলোয়ার ৬ লাখ কম।

ফেসবুকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সাকিব আল হাসান। তার ফলোয়ার প্রায় এক কোটি দুই লাখ। মুশফিক, মাশরাফির ফলোয়ার ৯০ লাখের নিচে।