জনসভার জন্য খুলনার হাদিস পার্ক পাচ্ছে না বিএনপি
আগামী ১০ মার্চ শনিবার বিভাগীয় জনসভা করার জন্য খুলনা মহানগরের শহীদ হাদিস পার্ক পাচ্ছে না বিএনপি। ওই পার্কে তাদের জনসভার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি সোনালী সেন।
সোনালী সেন আজ বৃহস্পতিবার বিকেলে জানান, একই সময় আওয়ামী লীগ জনসভা করার অনুমতি চাওয়ায় কাউকেই অনুমতি দেওয়া হবে না। তবে বিএনপি চাইলে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে করতে পারবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে ১০ মার্চ খুলনার শহীদ হাদিস পার্কে জনসভার কথা ঘোষণা করা হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছিলেন, কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণার পর ২৭ ফেব্রুয়ারি কেএমপিকে জানানো হয়। হাদিস পার্কে জনসভার জন্য গত ৫ মার্চ লিখিতভাবে অনুমতি চাওয়া হয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি কেএমপির কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শহীদ হাদিস পার্ক বা বিকল্প হিসেবে সার্কিট হাউস বরাদ্দ দেওয়ার আবেদন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন