জনস্রোত দেখে যান, আ’লীগকে আব্বাস

আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যানবাহন বন্ধ, গুলি করেও সমাবেশের জনস্রোত ঠেকাতে পারেননি। দেখে যান।
.
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বারবার প্রমাণ হয়েছে বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। তাই সব বাধা পেরিয়ে আজকের জনসভায় এই জনস্রোত।
তিনি বলেন, আজকের সমাবেশ ঠেকানোর জন্য বাস, লঞ্চসহ যানবাহন বন্ধ করে দিয়েছে সরকার। তবুও এই জনস্রোত।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে কোনভাবে নির্বাচন করা সম্ভব নয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ মাস পর রাজধানীতে জনসভা করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বা জনসমর্থনের বিষয়টি জানান দিতে চায় দলটি।

সর্বশেষ, ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি। শ্রমিক দল এর আয়োজন করে।