জন্মসূত্রে হিন্দু হলেও যে কারণে তার নাম কমল হাসান!

ছায়াছবিতে ধ্রুপদী নৃত্যকলা যে নায়িকাদের কুক্ষিগত, এই ধারণা নস্যাত্‍ করেছিলেন তিনি| অভিনয় আর শাস্ত্রীয় নৃত্য দুদিকেই অনায়াস গতি| নামের কারণে তার জন্ম পরিচয় নিয়ে ধন্ধের শেষ নেই|

যদিও তিনি নিজে স্বঘোষিত নিরীশ্বরবাদী| তিনি কমল হাসান| ৬৩ বছর পূর্ণ করলেন বলিষ্ঠ এই অভিনেতা|

জন্ম ১৯৫৪ সালের ৭ নভেম্বর | তামিলনাড়ুর রামানাথাপুরমের পরমকুড়ি শহরে | বাবা শ্রীনিবাসন ছিলেন ডিফেন্স ল’ইয়ার| মা রাজলক্ষ্মী গৃহবধূ| চার ভাইয়ের মধ্যে সবথেকে ছোট|

তার জন্মগত নাম পার্থসারথি| বরাবর ওই নামেই ডেকে এসেছেন মা| কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায় ডাকনাম| বাবা তার নাম রাখেন কমল হাসান|

এক সাক্ষাত্‍কারে অভিনেতা জানিয়েছিলেন তার বাবা ছিলেন সংস্কৃতজ্ঞ| তিনি ছেলের নাম রেখেছিলেন কমল অর্থাত্‍ পদ্ম| হাস্যরস থেকে হাসান পদবী|

তার তিন দাদার নাম চারুহাসান, চন্দ্রহাসান এবং রঘু| চারুহাসানও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা| চন্দ্রহাসান ছবি প্রযোজনা করতেন|

শোনা যায়, কমল হাসানের বাবার বিশেষ বন্ধু ছিলেন ইয়াকুব হাসান| দুজনে একসঙ্গে স্বাধীনতা আন্দোলনের সময় কারারুদ্ধ ছিলেন এবং পরে মারা যান| বন্ধুর পদবীই নাকি সন্তানদের দিয়েছিলেন শ্রীনিবাসন| যদিও পরবর্তীকালে কমল হাসান একে মিডিয়ার নিছক রটনা বলে দাবি করেছেন|

মাত্র ৪ বছর বয়সে প্রথম জাতীয় পুরস্কার| কালাথুর কান্নামায় অভিনয়ের স্বীকৃতি| ১৮ বছর বয়সে পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রচনা| ছবির নাম উনরচিগাল| যদিও তা নিষিদ্ধ ঘোষিত হয়| পরে, মুক্তি পায় ১৯৭৬-এ|

ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন মোট ১৮ বার| জাতীয় পুরস্কার ৩ বার| মোট ৬ টি ভারতীয় ভাষায় অভিনয় করেছেন| তেলুগু, হিন্দি, মালয়লম, তামিল, কন্নড় এবং বাংলা|

তার ছবি মোট ৭ বার অস্কারের আসরে সেরা বিদেশি ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছে| যা এ দেশে সর্বোচ্চ|

সাতের দশকে গোড়ায় শোনা যায় তার সম্পর্ক ছিল সহ অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে| তাদের সম্পর্ক নিয়ে পরবর্তীকালে তৈরি হয়েছে ছবি, থিরক্কতা| এক দশক আগে মৃত্যুপথগামী শ্রীবিদ্যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি|

১৯৭৮-এ ২৪ বছর বয়সে বিয়ে নৃত্যশিল্পী বাণী গণপতিকে| এক দশকের মধ্যে বিচ্ছেদ| ১৯৮৮ থেকে লিভ ইন অভিনেত্রী সারিকার সঙ্গে| বড় মেয়ে শ্রুতির জন্মের পরে বিয়ে| তার কয়েক বছর পর জন্ম ছোট মেয়ে অক্ষরার| ২০০৪ সালে ভেঙে যায় কমল-সারিকার বিয়ে|

এর বাইরেও নানা সম্পর্ক| ২২ বছরের ছোট সিমরানের সঙ্গে সংক্ষিপ্ত প্রণয়| ২০০৫-২০১৬ লিভ ইন অভিনেত্রী গৌতমী তাড়িমাল্লার সঙ্গে| সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন গৌতমী| তার আগের বিয়ের কন্যা শুভলক্ষ্মীর দায়িত্ব নিয়েছেন কমল হাসানই|

তার ছবিতে বারবার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে| প্রত্যক্ষ রাজনীতিতে তিনি আসতে চলেছেন| এর আগে প্রকাশ্যে না বললেও তিনি বাম মনোভাবাপন্ন, লিব্যারাল বলেই স্বীকৃত|

সমাজসেবাতেও তিনি সক্রিয়| তিনি প্রথম তামিল অভিনেতা যিনি নিজের ফ্যানক্লাবকে করে তুলেছিলেন সমাজকল্যাণমূলক সংস্থা|

১৯৯০ সালে ভূষিত পদ্মশ্রী সম্মানে| ২০১৪ সালে সম্মানিত পদ্মবিভূষণে| ২০১৬ তে পেয়েছেন অর্দর দেজা আর্ত এ দে লেত্র (শেভালিয়ে)|