জন্ম নিয়ন্ত্রণ যন্ত্র হাতে জন্ম নবজাতকের!
দুই সন্তানের পর মা আর চাননি সন্তান নিতে। এজন্য তিনি গ্রহণ করেছিলেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।
জরায়ুতে বসান ইন্ট্রা ইউটেরাস ডিভাইস-আইইউডি। কিন্তু প্রকৃতির কী খেয়াল, জন্ম নিয়ন্ত্রণের সব চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে পৃথিবীর আলো দেখল ডেক্সটার টাইলার।
সবচেয়ে মজার বিষয় মায়ের পেট থেকে বেরনোর সময় তার হাতে ছিল ওই জন্ম নিয়ন্ত্রণকারী যন্ত্র!
না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটেছে এ ঘটনা।
টাইলারের মা লুসি ২০১৬ সালের আগস্টে গর্ভ নিয়ন্ত্রণে সাহায্য নিয়েছিলেন ইন্ট্রা ইউটেরাস ডিভাইসের (আইইউডি)।
ইংরেজি ‘টি’ আকৃতিবিশিষ্ট ছোট্ট এই যন্ত্র জরায়ুতে স্থাপন করে গর্ভরোধ করা যায়। তবে ডিসেম্বরেই লুসি আবিষ্কার করেন, তিনি ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ বছরের ২৭ এপ্রিল ভূমিষ্ঠ হয় ছোট্ট ডেক্সটার টাইলার। আর জন্মের সময় তার হাতের কনিষ্ঠ আঙুলে লেগে ছিল আইইউডিটি!
লুসির অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন নার্স লরা গ্যাসেমেনিয়া।
তিনি জানান, আইইউডি প্রয়োগে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য শতাংশ। তাই লুসির বিষয়টি ‘মিরাকল’-এর মতো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন