জবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২০ মার্চ) জবি শাখা সভাপতি আব্দুল ওয়াহীদের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয় বরং বাংলাদেশ ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানায়। বিশ্ব মুসলমানরা ঠিক যেমনিভাবে আয়া সোফিয়াতে আজান দিয়েছে, একইভাবে আল আকসা মুক্ত করে সেখানে আজান দিবে, বাবরি মসজিদে আবার আজান হবে। আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ লতিফ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জবি শাখার সহ সভাপতি মোফাসসেল হোসেন সৈকত ও কবি নজরুল কলেজ শাখার সম্পাদক তাজিম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ