জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
১৩জুলাই (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।বিক্ষোভ মিছিলে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা তিন দাবি দিয়ে প্রশাসনকে আলটিমেটাম দেয়।
১.আজ ১৩ জুলাই, ২০২৫ রবিবারের মধ্যেই তদন্ত কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।২. যেসব রানিং স্টুডেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উপর এরকম বর্বর হামলায় সরাসরি জড়িত তাদের অবিলম্বে বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে।
৩. একই সাথে সাবেকদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে ও উল্লেখ্য ঘটনায় জড়িত সাবেকদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহন করতে হবে।
অনতিবিলম্বে উপরোক্ত দাবি মানা না হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ অনিদিষ্টকাল এর জন্য বন্ধ থাকবে। এবং যদি ২৪ ঘন্টার মধ্যে এর যারা এই হামলার সাথে জড়িতদের দাবিতে উল্লেখিত যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব হুশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে শিক্ষার্থীরা
গত ১০ জুলাই ২০২৫ শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের দুইজন শিক্ষকের উপর (উল্লেখ্য একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের পরিচালক কে এ এম রিফাত হাসান ও একজন সহকারি প্রক্টর মোঃ শফিকুল ইসলাম) ও জুলাইয়ে আহত তিনজন শিক্ষার্থীর মোঃ ফারুক, ফেরদৌস শেখ এবং মো: ফয়সাল মুরাদ এর ওপর উপর ঘটে যাওয়া বর্বরোচিত হামলার অভিযোগে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নিন্দা জ্ঞাপন করে । তারা আরও বলেন, “ছাত্রদল কর্তৃক দু’জন শিক্ষকের উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ছাড়া-নির্লিপ্ততা ও শিক্ষক সমিতির কোনো ধরনের ভূমিকা না নেওয়া আমাদের ব্যথিত করেছে এবং এধরনের অমেরুদণ্ডী কাজের জন্য নিন্দা জানাই। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত এর দায়িত্ব প্রক্টোরিয়াল বডি, সেখানে সহকারী প্রক্টর এর ওপর রড দিয়ে হামলা হওয়ায় আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সন্দিহান।”

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন