জবিতে বৈশাখী মেলার আয়োজন; স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান

পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগামী ১৪ এপ্রিল একটি বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেলাকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের জন্যও স্টল বরাদ্দের সুযোগ দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় নির্দিষ্ট সংখ্যক স্টল বরাদ্দ দেওয়া হবে। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বাইরের আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ১০ এপ্রিল ২০২৫ সালের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আগ্রহীদের জন্য নিবন্ধন ফরম ৭ এপ্রিল ২০২৫ থেকে রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে। আয়োজক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও স্টল বরাদ্দের জন্য আবেদন করতে উৎসাহিত করছে।
এবার বৈশাখী মেলায় থাকছে নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙালি পণ্য, হস্তশিল্প, খাবার ও বিনোদনের ব্যবস্থা। মেলা সফলভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছর বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন