জবিতে সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইইই কম্পিউটার সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘Emerging Threat Landscape’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিভাগীয় ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মহোদয় অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম (এমডি ও সিইও, কিউএ প্রো লিমিটেড)
ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রযুক্তির উপর নির্ভরশীল। একই সাথে আমরা বিভিন্ন ধরনের সাইবার হামলারও স্বীকার হচ্ছি। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। সেমিনারে কিভাবে সাইবারে আমাদের নিরাপত্তা বৃদ্ধি করা যায় ও ক্ষতির হাত থেকে রক্ষা পাবো- সে বিষয়ে আলোকপাত করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোঃ আবু লায়েক ও সহযোগী অধ্যাপক ড. সজীব সাহা ।
সেমিনারে টেকনিক্যাল সহযোগী হিসেবে ছিলো জবি আইটিআরসি রিসার্চ ল্যাব। এসময় সেমিনারে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন