জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্রলীগের নেতৃত্বে রানা-জিন্নাত

শেখ রানা আহমেদকে সভাপতি এবং মোঃ জিন্নাতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কমিটি ঘোষণা করেছে।

বুধবার (১১ জানুয়ারি ২০২৩) রাতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহিম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি শেখ রানা আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, আমার উপর আস্থা রাখার জন্য জবি ছাত্রলীগের দুই দিকপাল, আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রসমাজের কাছে এক আস্থা এবং ভালোবাসার জায়গা। ছাত্রলীগের সূচনালগ্ন থেকে অদ্যাবধি এই আস্থা এবং ভালোবাসা সাফল্যের সাথে ধরে রেখেছে। আমরাও ইতিবাচক কাজের মাধ্যমে এই ভালোবাসা আজীবন ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করে যাবো। দেশ ও দশের প্রয়োজনে জবি ছাত্রলীগের গণযোগাযো ও সাংবাদিকতা বিভাগ ছাত্রলীগ জবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশমতো কাজ করে যাবে।দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে সবসময়ই আপোষহীন থাকবে।

এছাড়াও শেখ রানা জানান, ছাত্রলীগ বিভাগের (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) প্রতিটা আয়োজনে ইতিবাচক এবং দায়িত্বশীল ভূমিকা রাখবে। শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মো: জিন্নাতুল ইসলাম বলেন, আমাকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক করায় সংগ্রামী সভাপতি মো: ইব্রাহিম ফরাজি ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের নির্দেশ মোতাবেক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে।

সদ্যঘোষিত এই কমিটির সহ-সভাপতি পদে রয়েছে, রবিউল হাওলাদার, সৈকত শাহা, মো: আল মামুন, জহিরুল ইসলাম সাগর, রূপা আফরিন, ফারহানা, মো: জসিম উদ্দিন, শাহরিয়ার এজাজ বাপ্পি।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছে- নাজমুল খান,তানজিল আহমেদ, মাহমুদ হাসান, রিয়াজ হোসাইন।