জবির ফার্মেসী বিভাগের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
সম্প্রতি সারাদেশে তীব্র তাপপ্রবাহের দরুন সাধারণ মানুষের মাঝে পানিশূন্যতা, মিনারেল লস, হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুকি বেড়ে চলেছে।
এরই প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ কর্তৃক খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সকল শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারণ পথচারী, শ্রমিক, রিকশাচালক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার স্যালাইন, পানি বিতরণ সহ সচেতনতামূলক কাউন্সেলিং এর আয়োজন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন