জবি ছাত্রদলের সাবেক সভাপতির নতুন বইয়ের মোড়ক উন্মোচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রদল জবি শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম এর লেখা বই ‘কল্পিত নয়’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৫ এ এই মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থীসহ আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেখা নতুন চারটি বই এর মোড়ক উন্মোচন করা।
এসময় উপাচার্য ও কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের সকলকে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান।
লেখল আসলাম বলেন, বিল্পবের গল্প নিয়ে বাস্তবকে তুলে ধরেই আমার বই লেখা। এর আগেও আমার দুইটি বই প্রকাশিত হয়েছে। পড়াশোনার পাশাপাশি লেখার প্রতি ঝোঁক থাকা মানসিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন