জবি প্রক্টরেরে উপর হামলার ঘটনায় জবিশিসের অবস্থান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/IMG_20250107_154304-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিশ্ববিদ্যালয়ের প্রষ্টরের উপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্তম্ভিত। গতকালের ন্যাক্কারজনক ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ জরুরি ভিত্তিতে ৭ জানুয়ারি সকাল ১১ টায় কার্যনির্বাহী কমিটির সভা করে গৃহীত সিদ্ধান্ত সমূহ অবহিতকরণ ও প্রষ্টরের উপর হামলার বিষয়ে শিক্ষক সমিতির অবস্থান জানানোর জন্য আজকে সংবাদ সম্মেলন আহবান করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রষ্টরের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির সিদ্ধান্ত ও কর্মসূচি সমূহ:
আগামী ৮ জানুয়ারি দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করা এবং হামলা বিষয়ে শিক্ষকগণের উদ্বেগ উপাচার্যকে অবহিতকরণ। শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রষ্টরের সাথে দেখা করে সামগ্রিক বিষয় জানা ও সমিতির অবস্থান জানানো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা। দোষীদের বিচারের আওতায় আনার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবী জানানো।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা। দোষীদের শাস্তি নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করা। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড সরিয়ে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। কোনো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড শিক্ষকগণ মেনে নিবেননা।
শিক্ষক সমিতির সভাপতি বলেন “বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের উপর হামলা মানে পুরো বিশ্ববিদ্যালয়ের উপর হামলা। এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেনো এমন কোনো ঘটনা যেনো আর কখনো বিশ্ববিদ্যালয়ের কারো সাথে না হয়।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন ” মত এবং পথের পার্থক্য ব্যাতিরেকে সবার নিরাপত্তা দিতে শিক্ষক সমিতি সবার নিরাপত্তা চায়। আপোষহীন ভাবে আমরা শক্ত অবস্থানে থাকবো। আমরা গত ৫ তারিখে দায়িত্ব নিয়েছে এবং এর পরবর্তী বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা রাখবো। যৌক্তিক আল্টিমেটাম দিয়ে আমরা সুরাহার পথ বেছে নিবো। শিক্ষক সমিতি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী সকলের পক্ষেই কথা বলবে এবং দায়িত্বশীল পর্যায়ে অবস্থান করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন