জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম এবং সাধারণ সম্পাদক ফয়সাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) ২০২৪ ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব গ্রহণ করেন মো: ফয়সাল আহমেদ।

এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।

একাডেমি পারদর্শীতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই সংগঠনের এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত দায়িতপ্রাপ্তরা।