জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাম পুলিশদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত আইন ও বিধিমালা অবহিতকরণ সহ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
প্রশিক্ষণে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ জয়পুরহাট জেলার উপ পরিচালক আব্দুস সবুর, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রাম আদালত জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু, উপজেলা সমন্বয়কারী সৈয়দ আলী প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম পুলিশ অংশ গ্রহণ করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন