জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ভয়াবহ ‘৭১ এর ২৫ মার্চে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন প্রমুখ।
স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাত্রের পাক হানাদার বাহিনীর অপারেশ সার্চ লাইটের বর্বরতা ও লোমহর্ষক কাহিনীর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন