জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে ভেঙ্গে পড়া গাছের চাপায় যুবকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে আকস্মিক ঝড়ে ভেঙ্গে পড়া গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
(২৪ জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে বজ্র সহ ঝড় ও বৃষ্টি শুরু হলে বাজারের রাস্তার মোড়ে টিনে ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল সহ কয়েক জন আশ্রয় নেন। এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের একটি বড় আমগাছ ঐ টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়ে। এসময় অন্য সকলে লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে। ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার (পূর্বের সংবাদ)




