জয়পুরহাটের পাঁচবিবিতে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কর্মশালা

জয়পুরহাটের পাঁচবিবিতে তারুণ্যের উৎসব ২০২৫ (২য় ভার্সন) উদযাপন উপলক্ষে স্কুল কলেজ ও সমমানের শিক্ষার্থী নিয়ে কিশোর কিশোরীদের এক কর্মশালা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে (১৫ অক্টোবর) বুধবার
সকালে ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দু রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুন জান্নাত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দাঃ) মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, থানার এসআই সিরাজুল ইসলাম প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন