জয়পুরহাটের পাঁচবিবিতে দুস্তদের মাঝে সৌদি সরকারের উপহারের মাংস বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবিতে এতিম ও দুস্তদের জন্য বিভিন্ন এতিখানায় সৌদি সরকারের পাঠানো উপহার দুম্বার মাংস বিতরণ করা হয়েছে (৫ নভেম্বর) বুধবার বিকেলে উপজেলা চত্তরে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে বিভিন্ন এতিমখানার মুহতামীমের নিকট এসব মাংস হস্তান্তর করেন নবাগত উপজেলা কর্মকর্তা সেলিম আহমেদ।
প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার ৬৫’টি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও পরিচালকের নিকট সৌদি সরকারের পাঠানো ১৭৬ পিস দুম্বার মাংস গুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি প্রাক্তন অধ্যাপক আজাদ আলী ও প্রকল্প অফিসের কর্মচারীবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




