জয়পুরহাটের পাঁচবিবিতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৮ মার্চ) শনিবার সন্ধ্যায় পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল।
যুগ্ম আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায়,সাবেক সভাপতি আব্দুল হাই, সাংবাদিক দুলাল অধিকারী, মাশরেকুল আলম প্রমুখ।
ইফতার মাহফিল পূর্ব দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন