জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ম জাতীয় ভোটার দিবস ‘২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে (২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রউফ, জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হাকিম মন্ডল, মুক্তি যোদ্ধা আব্দুর রব বুলু ও তোফাজ্জল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরবৃন্দ। পরে এক র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে।