জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শনে জেলা প্রশাসক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪ নং বালিঘাটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
(১৪ জুলাই) সোমবার বিকাল ৩ টায় পরিষদ ভবনে উপস্থিত হয়ে তিনি গ্রাম আদালতের কার্যক্রম ও দৈনন্দিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি খাতাপত্র ও হিসাব বহি সঠিক ভাবে লিপিবদ্ধ করার পরামর্শ দেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য মোঃ মামুন সরকার রাশেদুল, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু, উপজেলা সমন্বয়কারী মোঃ সৈয়দ আলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলী ও ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
এর আগে তিনি দারুল ইসলাহ একাডেমি স্কুল পরিদর্শন করেন। সেখানে প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন