জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন।
শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে ৪ আগস্ট জুলাই আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে আন্দোলনরত অবস্থায় গুলিতে বিশাল শহীদ হোন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন