জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
(১৮ আগস্ট) সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি ,উপজেলা মৎস খামার ব্যবস্হাপক প্রফুল্ল চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল, মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, মৎস্য চাষী শরিফুল ইসলাম জুয়েল, মোজাহার আলী, এনজিও জেআরডিএম এর প্রতিনিধি বায়োজিদ হোসেন।
অনুষ্টানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয় ও একটি বর্নাঢ্য র্যালি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপজেলার ৬ জন শ্রেস্ঠ মৎস্য চাষীদেরকে সম্মামনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন