জয়পুরহাটের পাঁচবিবিতে নব গঠিত উপজেলা ডেকোরেটর মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

(১৮ আগস্ট) সোমবার দুপুরে উপজেলা ডেকোরেটর মালিক কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্টানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী উপজেলা জামায়ের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।

বক্তব্য রাখেন অধ্যাপক আওরাঙ্গজেব, নব গঠিত কমিটির সভাপতি মারুফ হোসেন, বিরামপুর দিনাজপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, আক্কেলপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সম্পাদক লোটন চন্দ্র, নবাবগঞ্জ দিনাজপুর মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ,
কালাই উপজেলা সমিতির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার জেলা ডেকোরেটর শ্রমিক সমিতির সম্পাদক ফরিদ সরকার প্রমূখ।