জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে রাজশাহী বিভাগীয় পরিচালকের পরিদর্শন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন সরকারী, বে- সরকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প দিন ব্যাপি পরিদর্শন করেন স্থানীয় সরকার অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান।
(২৭ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ একাডেমিত পরিদর্শন শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। দুপুরের পরে পাঁচবিবি উপজেলা পরিষদ ও ভুমি অফিস পরিদর্শন করেন।
এর মাঝে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীগণকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। এর পরে তিনি পৌরসভার বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।
শুরুতে তাকে অর্ভ্যথনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ ও সহকারি কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন। উপস্হিত ছিলেন দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার ও সহকারী শিক্ষকবৃন্দ। পরিদর্শন শেষে সকল প্রতিষ্ঠান ও প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন