জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

“আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা সস্প্রসাারিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তক ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন