জয়পুরহাটের পাঁচবিবিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব উদযাপন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। প্রবারণা পূর্ণিমার পর পাঁচবিবি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে কঠিন চীবর দান উৎসব।
(৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ঐতিহাসিক উচাই পাথরঘাটা বৌদ্ধ বিহারে বিভিন্ন প্রার্থনা, সহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে কঠিন চীবর দান উৎসব পালন করে ঐ এলাকার বৌদ্ধ ধর্মালম্বীরা।
তুলা থেকে সুতা তৈরি,সে সূতায় চীবর তৈরীর কাজটি ২৪ ঘন্টার মধ্যে সম্পাদন করে তা দান করতে হয়। তাই একে কঠিন চীবর দান বলা হয়। বিহার স্হলে সত্য বোধিবৃক্ষে ২৮ বুদ্ধের সয়ংসম্পন্ন শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার নবাবগন্জের ছাতনী আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সমানন্দ মহাথেরো।
প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমনা রিয়াজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট আয়শা সিদ্দিকা , আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আসম আরেফিন চৌধুরী আবু।
স্বাগত বক্তব্য রাখেন পাথরঘাটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ বদলগাছি জ্ঞান রত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজের সদস্য ধর্মানন্দ ভিক্ষু, ভয়াল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনা ভদ্র, পীরপাল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরত্ন ফেরো, উপজেলা কঠিন চীবর দান উৎসবের সভাপতি দিলীপ মালো প্রমুখ। পরে দায়ক দায়িকারা ভান্তেকে চীবর দান করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন