জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাম আদালত আইন ও বিধিমালা অবহিতকরণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার সম্প্রসারিত ভবনের সভাকক্ষে দুই দিন ব্যাপী এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ।
উপজেলা কো- অর্ডিনেটর সৈয়দ আলীর সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি (বেলায়েত) হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিয়ামুল হক। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্হাপক রাজিউর রহমান রাজিব। প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন