জয়পুরহাটের পাঁচবিবিতে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি

নিম্নচাপের প্রভাবে অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চলমান বৈরী আবহাওয়ায় সৃষ্ট হালকা বাতাস ও বৃষ্টিতে কৃষকের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে করে উক্ত জমির কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া আগাম চাষ করা শীতকালীন শাক-সবজিরও ক্ষতি হয়েছে।

ধান পাকার আগ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে।

উপজেলার নওদা আমতলী গ্রামের কৃষক তেসের আলী ও আলম মন্ডল বলেন, ধান কাটার ঠিক আগে এমন বৃষ্টির পানিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এসময় ধান পড়ে যাওয়ায় ফলন অনেক কম হবে। ধান কাটতেও শ্রমিক খরচ বেশি লাগবে। উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে ঝুঁটি বেঁধে দাঁড় করে দিলে ক্ষতি কিছুটা কমবে। সেই সাথে জমিতে জমা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাচন করলে ক্ষতির পরিমাণ কম হবে।