জয়পুরহাটের পাঁচবিবি মাদ্রাসায় সীরাতুন্নবী উদযাপন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন ১২ রবিউল আউয়াল যথাযোগ্য মর্যাদায় ও আনন্দ মূখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসায় সীরাতুন্নবী (সাঃ)- ২০২৫ উদযাপন হয়েছে।

৬ সেপ্টেম্বর মাদ্রাসার আয়োজনে শনিবার সকাল ১০ থেকে এ উপলক্ষে মাদ্রাসার মিলনয়াতনে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্র ছাত্রীগণ কেরাত, হামদ নাথ, উপস্থিত বক্তৃতা, ইসলামি সংগীত ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
দোয়া পূর্ব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধাক্ষ রেজাউল করিম, ইফতেদায়ী শাখার প্রধান মাওলানা আনোয়ার হোসেন, আরবী বিভাগের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম।