জর্জিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট
জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী সালোমে জোরাবিসভিলি।
বৃহস্পতিবার তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশন। বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনে ৫৯ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি ফ্রান্সে এক জর্জীয় পরিবারে জন্মগ্রহণ করেন।
জর্জিয়ায় বলশেভিক শাসনের সময় দেশ ছেড়ে পালিয়ে এসেছিল তার পরিবার। পেশাজীবনের প্রথমে ফ্রান্সের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে নিজ দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন