জর্ডানে স্কুল বাস খাদে; ১৭ জনের মৃত্যু
জর্ডানের ডে সির কাছে আকস্মিক বন্যায় একটি স্কুল বাস খাদে পড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ওই বাসটি বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে বিবিসি।
বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী এবং সাতজন স্টাফ ছিলেন। তারা জারা মাইন এলাকার দিকে যাচ্ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার পানিতে বাসটি পানিতে ভেসে গেলে বেশ কয়েকজন মারা যায়।
বড় আকারে উদ্ধার অভিযান চলছে। ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, তারা জর্ডানের অনুরোধে উদ্ধারকাজে সহায়তা করতে হেলিকপ্টার পাঠিয়েছে।
এদিকে, ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
হতাহতদের মধ্যে বেশিরভাগই একটি জনপ্রিয় পর্যটন এলাকায় পিকনিকে গিয়েছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হতাহতের ঘটনায় জর্ডানের রাজা আবদুল্লাহ শুক্রবারে তার বাহরাইন সফর বাতিল করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন